স্বাগতম সানওয়ে স্কুল এ্যান্ড কলেজ

অধ্যক্ষের বাণী

মানসম্মত শিক্ষা মানবীয় সভ্যতার উন্নয়নে একটি অপরিহার্য উপাদান। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিটি মানুষের জীবনকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁচে দিতে বিশাল অবদান রাখে। শিক্ষার মান উন্নয়ন এবং লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এখনও আমরা অনগ্রসর। জীবনকেন্দ্রিক এবং সমাজ উন্নয়ন সহযোগী শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন, দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় সানওয়ে স্কুল এ্যান্ড কলেজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০১৩ সালে স্থাপিত প্রতিষ্ঠানটিতে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের অনন্য অবদানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি কাঙ্খিত শিক্ষা প্রদানে সানওয়ে সর্বদাই অগ্রগামী।

 

বর্তমান শিক্ষানীতি সঠিকভাবে পাঠ্যক্রমে অনুসরণ, সৃজনশীল পদ্ধতির সঠিক প্রয়োগ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সানওয়ে অনন্য দৃষ্টান্তের অধিকারী। আমাদের সময়োপযোগী কর্মপ্রবাহ শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে স্বল্পতম সময়ে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে সক্ষম হবো।

 

আমাদের সকল কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

 

 

ধন্যবাদান্তে-

সৈয়দ নজরুল ইসলাম

অধ্যক্ষ

সানওয়ে স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা

© Developed by Mostofa Shakran

কারিগরি সহায়তা: